জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কনে ৩য় স্থান অর্জনকারী শশীসহআলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আলমডাঙ্গা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন হারদী এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, হারদী কলেজের প্রভাষক রোকনুজ্জামান, শিক্ষা কমিটির সদস্য উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শামসুজ্জোহা, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম। নুর ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দিন, শাহাজান আলী, হাফিজুর রহমান, এমএম তাজবীর আহমেদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক আসিফ জাহান প্রমুখ। শেষে উপজেলায় ৫১ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে সারাদেশের মধ্যে এবছরে ৩য় স্থান অধিকারী শশীকে পুরস্কৃত করা হয়। গতবছরের দৌঁড় প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী ইশিতা, মিথিলা সঙ্গীতে বিভাগীয় অংশগ্রহণকারী রজনীকে পুরস্কৃত করা হয়।