স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি রি-রোলিং মিলের ভেতরে অবস্থিত অক্সিজেন প্ল্যান্টের সিলিন্ডার বিস্ফোরণে দু শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিকেরা হলেন আবু জাফর (২২) ও রাজ্জাক (২৩)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে উপজেলার বরপা এলাকায় আহম্মদ রি-রোলিং মিলের ভেতরে অবস্থিত একে অক্সিজেন লিমিটেড কারখানায় হঠাত বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই কারখানার টিনের চাল উড়ে গিয়ে দেড় শ ফুট দূরে গিয়ে পড়ে। এ সময় ওই কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।