মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পুরাতন পোস্টঅফিসপাড়ার বাসার সামনে থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, স্থানীয়রা সকালে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা মনিরুলের বাসভবনের সামনে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে নিষ্ক্রীয় করে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ বোমা দুটি রেখে যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।