বটিয়াপাড়ায় খাদিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ ৬ মাসের জন্য স্থগিতাদেশ

 

স্টাফ রিপোর্টার: খাদিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বটিয়াপাড়ায় নির্মাণ না করার জন্য ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন উচ্চাদালত। ইউপি সদস্য হাবিবুর রহমান বিষয়টি চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে বিষয়টি লিখিতভাবে গতকাল বুধবার জানিয়েছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন কমপ্লেক্স ছিলো গোকুলখালী। প্রয়োজনের তাগিদে ইউনিয়নটি ভেঙে চিৎলা ইউনিয়ন ও খাদিমপুর ইউনিয়ন করা হয়। গোকুলখালীটি চিৎলা ইউনিয়নভুক্ত হওয়ায় খাদিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে খাদিমপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থান বানাত খাল নামকস্থানে জমি কেনা হয়। নাম খারিজসহ সরকারি সেরেস্তায় নাম পত্তনও করা হয়। ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হলেও মাঝপথে বটিয়াপাড়া মোড়ের অদূরে জমি দিয়ে সেখানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের পক্রিয়া শুরু করে একটি পক্ষ। জোর তদবিরে বটিয়াপাড়ায় ভবন স্থাপনের ফাইল গতিও পায়। এরই মাঝে খাদিমপুর ইউপি সদস্য হাবিবুর রহমান উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এ মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বটিয়াপাড়ায় কমপ্লেক্স ভবন নির্মাণ স্থগিতের আদেশ চাওয়া হয়। উচ্চ আদালত ৬ মাসের স্থগিতাদেশ দেন।