নিরাপত্তাদের ওপর লুটেরাদের হামলা : হাবিলদারসহ আহত ২

 

চুয়াডাঙ্গা দামুড়হুদার আন্তর্জাতিক দর্শনা রেল ইয়ার্ডে লুটেরাচক্রের তাণ্ডব অব্যাহত

স্টাফ রিপোটার: দর্শনা রেল ইয়ার্ডে লুটেরাদের তাণ্ডব অব্যাহত রয়েছে। দিনরাত অবিরাম লুটেরাদের তাণ্ডবে অতিষ্ট হয়ে পড়েছে নিরাপত্তা কর্মীরা। আবারো লুটেরাচক্রের হামলায় আহত হয়েছে হাবিলদারসহ ২ জন। গত পরশু মঙ্গলবার রাত ১২টার দিকে দর্শনা রেল ইয়ার্ডের ২ ও ৩নং বিটে সোয়াবিন ভূষিভর্তি ওয়াগন রক্ষায় পাহারা দিচ্ছিলেন দর্শনা রেলওয়ে নিরাপত্তা বিভাগের পিটিএল বাহিনীর হাবিলদার খায়রুল, প্রহরী হানিফসহ বেশ কয়েকজন নিরাপত্তা প্রহরী। এ সময় ওয়াগন থেকে সোয়াবিনের ভুট্টা লুটপাটের জন্য হামলা চালায় দর্শনা শান্তিপাড়ার একটি চিহ্নিত লুটেরাচক্র। লুটপাটে বাধা দেয়ায় লুটেরাচক্রের সদস্য ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় নিরাপত্তাদের ওপর। হাবিলদার খায়রুল ও প্রহরী হানিফকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে লুটেরাচক্র। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে দেয়া হয়েছে চিকিৎসা। নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে হামলাকারীদের মধ্যে ছিলো দর্শনা শান্তিপাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুস, আ. খালেকের ছেলে সোহেল, সোহাগ ওরফে ঘটু, চুন্নুর ছেলে সোহেল, বাবুর ছেলে আশিক, মামুন, রুস্তম ফকিরের ছেলে টুবেল, ডবল, পিরুর ছেলে মামুন ও কেরুজ পূজা মন্দিরপাড়ার বিল্লালের ছেলে তনু, শামীমসহ ১২/১৩ জন। এ ঘটনায় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ দিকে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা আইসি পুলিশের টহলদল দর্শনা প্রেসক্লাবের সামনের সড়ক থেকে ৭ বস্তা ভুট্টা উদ্ধার করেছে।