মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হওয়ার পরও যাত্রীদের ফোনে রিং বেজেছে স্বজনদের এমন দাবি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বিমানটি নিখোঁজের পাঁচ দিনের মাথায় চীনের বেইজিংয়ের একটি হোটেলে প্রথমবারের মতো যাত্রীদের স্বজনের সাথে দেখা করে এ কথা বলেন চীনে নিযুক্ত মালয়েশীয় রাষ্ট্রদূত ও এয়ারলাইনসটির প্রতিনিধি। প্রিয়জনের খবরের জন্য ওই হোটেলে ৩০০ জনের মতো স্বজন দীর্ঘ অপেক্ষায় ছিলেন। মালয়েশিয়ার প্রতিনিধিদের পেয়ে এক স্বজন জানতে চাইলেন, নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের পাইলটদের কাছ থেকে শোনা সর্বশেষ কথা কী ছিলো। জবাবে জানানো হয়, বিমানটি তখন মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যবর্তী আকাশসীমায় দক্ষিণ চীন সাগরের ওপরে ছিলো। তারা আরও জানান, বিমানটি চলার সময়কার পথ বাতলে দেয়ার দায়িত্ব মালয়েশিয়ার নিয়ন্ত্রণকক্ষ থেকে তখন ভিয়েতনামের নিয়ন্ত্রণকক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো। বিষয়টি পাইলটদের জানানো হলে উত্তরে তারা বলেন, ঠিক আছে বুঝতে পেরেছি। এরপর স্বজনেরা বলেন, তারা কয়েকজন বিমানটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পর্যন্ত প্রিয়জনের কাছে ফোন করেছেন। সেই ফোনে ক্রমাগত রিং বেজেছে। জবাবে মালয়েশিয়ার প্রতিনিধিরা জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।