আ.লীগ নেতা মহিউদ্দিনের মৃত্যু : একই পরিবারের ৫ জন আহত
দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের আনোয়ারপুর নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১ জন। আহত হয়েছে একই পরিবারের ৫ জন। জীবননগরের হরিয়াননগরের আ. লতিফের ছেলে স্থানীয় আ.লীগ নেতা মহিউদ্দিন গত পরশু মঙ্গলবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়। সেখানে মহিউদ্দিনের অবস্থার অবনতি দেখা দিলে রাত ১১টার দিকে মাইক্রোবাসযোগে দ্রুত নেয়া হচ্ছিলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। মাইক্রোবাসটি দর্শনা বাসস্ট্যান্ড অতিক্রম করে পল্লি বিদ্যুত অফিসের সামনে পৌঁছুলে চুয়াডাঙ্গা থেকে দর্শনার উদ্দেশে আশা একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মহিউদ্দিন মারা যায়। আহত হয়েছে ওই পরিবারের জবেদা বেগম (৪৮), নুর হোসেন (৩০), পারুলা বেগম (২৭), দাউদ হোসেন (৪০) ও জনি (২৭)। এ ঘটনায় পুলিশ বলেছে, মহিউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সড়ক দুর্ঘটনার আতঙ্কে তার অবস্থার আরো অবনতি হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মহিউদ্দিন মারা যান। পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটি স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়নের হেফাজতে দেয়। পরে দু পক্ষের মধ্যে মীমাংশা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কারো বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি।