আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার শিশু চিত্রশিল্পী শশী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারাদেশে ৩য় হওয়ার গৌরব অর্জন করেছে। খুলনা বিভাগের শ্রেষ্ঠত্বের মুকুট পরে দেশশ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিতে ঢাকায় ছুটেছে আলমডাঙ্গার শিশু চিত্রশিল্পী শশী। ১লা মার্চ শুক্রবার ঢাকার মীরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণে ৩য় হয়েছে সে। জানা গেছে, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী সামিয়া ইসলাম শশী। বিদ্যালয়ের সকল পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সে চিত্রাংঙ্কনেও দক্ষতার পরিচয় দিয়ে ইতোমধ্যেই সকলের মনোযোগ কেড়েছে। প্রতি বছর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে তুলির শক্তিশালি স্ট্রোকে সকলকে মুগ্ধ করেছে। তার ছবির নান্দনিক এক্সপ্রেশান দেখে ক্ষণিকের জন্য হলেও দর্শক বিস্মৃত হয় শিল্পীর বয়স ও অভিজ্ঞতায়। এ বছর অনুষ্ঠিত উপজেলা ও জেলা পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে সে ১ম ও হয়েছে। ছিনিয়ে আনে ৩য় দেশসেরার বিরল গৌরব। এ বছরের বিজয়ীদের আগামী বছর পুরস্কৃত করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে। তবে আজ বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আনুষ্ঠানিকভাবে শশীকে সংবর্ধণা দেবেন।