কালীগঞ্জে মেয়েকে বাল্যবিয়ে দেয়ায় পিতার জেল মায়ের জরিমানা

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে গতকাল বুধবার মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে পিতা শাহিনুর রহমানকে ১৫ দিনের জেল ও তার স্ত্রীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক জানান, সুন্দরপুর গ্রামের শাহিনুর রহমান তার মেয়ে আকলিমাকে (১৬) গত এক মাস আগে যশোর জেলার শেখহাটি গ্রামের জহুরুল ইসলামের সাথে বিয়ে দেন। বিষয়টি তাকে অবহিত করলে বুধবার বিকেলে বাল্যবিয়ে আইন অমান্য করায় মেয়ের পিতা শাহিনুরকে ১৫ দিনের জেল এবং মেয়ের মাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। বুধবার সন্ধ্যায় মেয়ে আকলিমার পিতা শাহিনুরকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য আইনে একটি ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। বুধবার দুপুরে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক।

Leave a comment