আলমডাঙ্গার গাংনী আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশ

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা নির্বাচনকে সামনে রেখে গাংনী ইউনিয়নে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভায় গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন, জেলা যুবলীগ নেতা গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, যুবলীগ নেতা ফারুক হোসেন হৃদয়, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী অরুন, শামীম আরা, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান লাভলু, ইমদাদুল হক ওদুত, ধুলু বিশ্বাস, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মণ্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাদুল হক ঠাণ্ডু, গাংনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টোকন, আরিফ, ছাত্রলীগ নেতা হারুন আর রশিদ, রিপন, রোকনুজ্জামান শাওন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক রকিবুল হাসান।