আলমডাঙ্গা ব্যুরো: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তা উপলক্ষে গতকাল মঙ্গলবার আলমডাঙ্গায় শিক্ষামেলার আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শিক্ষামেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলাউদ্দীন, নূর মোহাম্মদ, হাফিজুর রহমান, শাহজাহান রেজা, তাজবির আহমেদ, শিক্ষক নেতা রেফাউল হক, আশরাফুল আলম, নাসির উদ্দীন অ্যাটম, মোল্লা ফেরদৌস রিজভি, তবিবুর রহমান, আব্দুল মজিদ, ফিরোজ, একবাল আহমেদ, শেলি আক্তার, তানিয়া ইয়াসমিন, ববি আক্তার প্রমুখ।