মেহেরপুর রেজিস্ট্রি অফিসের কপিস্ট খোকন শেখকে কুপিয়ে জখম

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কোর্টপাড়ার চাঁদাবাজের ধারালো অস্ত্রাঘাতে খোকন শেখ নামের রেজিস্ট্রি অফিসের কপিস্ট খোকন শেখ (৪২) মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত খোকন শেখ জানান, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর নতুনপাড়ার নায়েব আলীর ছেলে আইয়ূব আলী চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সে কোর্ট এলাকার একজন ডাব বিক্রেতার ধারালো দা নিয়ে আসে ও কর্মরত খোকন শেখের মাথা লক্ষ্য করে কোপ মারে। ওই সময় তিনি মাথা কাত করেন। এতে ধারালো দায়ের কোপ তার বাম হাতে লাগে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় খোকন শেখকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।