বিদেশি প্রতিষ্ঠান দেশের ব্যাংক থেকে ঋণ নিতে পারবে

স্টাফ রিপোর্টার: এখন থেকে বিদেশি কোম্পানিগুলোও বংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে। দেশের ব্যাংকগুলোতে তারল্য বেশি থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট। সব ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে ওই সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে- দেশের উত্পাদন ও সেবা খাতের সাথে সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কোম্পানি মেয়াদী ঋণ নিতে পারবে। যেসব কোম্পানি ৩ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে, তারাই কেবল টাকায় এ ঋণ নেয়ার সুযোগ পাবে। এ ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার যাবতীয় শর্ত মেনে চলতে হবে। নির্দিষ্ট সময় পরপর বিদেশি কোম্পানিকে প্রদত্ত ঋণের তথ্য ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপককে (জিএম) জানাতে হবে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, স্থানীয় মাকের্টে টাকা বেশি আছে, এজন্য বিদেশি কোম্পানিগুলোকেও ঋণ দেয়ার অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশি উত্স হতে ঋণ নিতে বিদেশিদের আকৃষ্ট করার জন্য সুযোগ দেয়া হলো।