জীবননগর ব্যুরো: জীবননগর বাজার সুষ্ঠুভাবে পরিচালনা ও নৈশপ্রহরীদের কর্মকাণ্ড সুচারুরূপে পালনের উদ্দেশে জীবননগর থানায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওসি শিকদার মশিউর রহমানের আহ্বানে গতকাল মঙ্গলবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থানা অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান ও সেকেন্ড অফিসার এসআই লুৎফুল কবীর উপস্থিত ছিলেন। ওসি তার বক্তব্যে জীবননগর বাজারকে শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে পরিচালনাসহ নৈশপ্রহরীদেরকে তাদের দায়িত্ব পালনে আরো যত্নবান হওয়ার জন্য আহ্বান জানান। ওসি শিকদার মশিউর রহমান বলেন, বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৈশপ্রহরীদেরকে সকল প্রকার সহযোগিতা করা হবে। আগামী শনিবার দৌলতগঞ্জ বাজার কমিটির অফিসে জীবননগর বাজারের সকল নৈশপ্রহরীর হাতে একটি করে বাঁশি ও লাঠি তুলে দেবেন বলে ঘোষণা দেন। জীবননগর বাজারকে পরিচ্ছনতার সাথে সুষ্ঠুভাবে পরিচালনা ও এখন থেকে নৈশপ্রহরীরা তাদের দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করবে এমন আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন দৌলতগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এমআর বাবু, সদস্য সচিব শামীম ফেরদৌস, সদস্য হাজি আতিয়ার রহমান, আব্দুর রশিদ ও মঈনুর রহমান।