ঝিনাইদহের মহিলারা বসে নেই কৃষিকাজে : তারাও এখন পুরুষের সাথে তাল মিলিয়ে মাঠে শ্রমিকের কাজ করছে

 

গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহের মহিলারা বসে নেই কৃষিকাজে। তারা এখন পুরুষের সাথে তাল মিলিয়ে মাঠে দিন মজুরির কাজ করছে সমানতালে। কৃষি খাতকে এগিয়ে নিতে নারীরা ও কৃষি বিপ্লব ঘটাতে তারা বদ্ধপরিকর। তাইতো নারীরা দিনমজুরির কাজ করছে মাঠে। অভাব ও দারিদ্র্যতা নারীদের বাধ্য করেছে কৃষিকাজের মতো শক্ত কাজে মাঠের মজুরিতে সম্পৃক্ত হতে। কেন ঝিনাইদহ ডাকবাংলার এ নারীরা সরাসরি ধানের মাঠে দিন মুজুরের কাজে নেমে পড়লো এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে পড়লো আসল তথ্য। বৈডাঙ্গার বাসিন্দা পেশায় সবাই ছিলো মালো। কিন্তু নারী-পুরুষ এখন সকলেই বেকার। তাই তারা জীবনে বেঁচে থাকার জন্য নারী হয়েও কৃষি কাজের মতো কঠিন কাজ বেছে নিয়েছে। বেশ কয়েক দিন ধরে সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলার মাদারতলা ধানের মাঠে নারীদের কাজ করতে দেখে গতকাল মঙ্গলবার তাদের কথা বলে জানা যায়, এদের ঘরে এখন খুবই অভাব। কাজ নেই, পেশায় এরা মালো। মাছ ধরে বিক্রি করতো হাটে। এখন খাল বিলে পানি নেই, সমস্ত সরকারি বিল প্রভাবশালীরা দখল করে মাছচাষ করছে। আর এরা হয়ে গেছে বেকার। তাই এই কাজ কঠিন হলেও জীবিকার তাগিদে মাঠে কাজ করতে হচ্ছে। দেবী রানী ও নাজন রানী জানান, আমরা পুরুষের চেয়ে বেশি কাজ করি; কিন্ত মজুরি তাদের চেয়ে আমাদের ১৩০টাকা কম। আসতে হয় সকাল ৬টায় আর ছুটি হয় বেলা দেড়টায়। জমির মালিক ধুলি জানান, একটা পুরুষের চেয়ে একটা মহিলা শ্রমিক বেশি কাজ করে।