স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ , ২৩ ও ৩১ মার্চের পরীক্ষাসমূহ যথাক্রমে ২১ ও ২৮ মার্চ এবং ৪ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এবং (www.nu.edu.bd) এ পাওয়া যাবে।