মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ প্রতিযোগিতার চতুর্থ দিনে গতকাল সোমবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সদর উপজেলার কোলা ইলেভেন স্টার ও মেহেরপুর দুরন্ত হোটেলবাজারের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
দিনের প্রথম খেলায় কোলা ইলেভেন স্টার ৫-১ গোলে মেহেরপুর প্রগতি পরিমেলকে পরাজিত করে। কোলা ইলেভেন স্টারের মাসুম ৪টা ও শামীম ১টি গোল করে। প্রগতি পরিমেলর একমাত্র গোলটি করে জীবন। দিনের অপর খেলায় মেহেরপুর দুরন্ত হোটেলবাজার ৮-৪ গোলে মেহেরপুর-স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করে দুরন্ত হোটেলবাজারের আবির ৫টি ও চপল ৩টি গোল করে। স্টেডিয়ামপাড়া একাদশের পক্ষে রিঙ্কু, লিজন, প্রকাশ ও বাপ্পি ১টি করে গোল করে।