মাথাভাঙ্গা মনিটর: চীনের পথে আকাশ থেকে ‘উধাও’ হয়ে যাওয়া এবং ২৩৯ জন সম্পর্কে তিন দিনেও তা জানা যায়নি। ভিয়েতনাম সাগরে বিমানের দড়জার মতো দেখতে ভাসমান বস্তুর খবর, সাগরের বুকে ভাসমান তেল, চুরি করা পাসপোর্ট নিয়ে দু যাত্রীর ওই বিমানে থাকার তথ্য- কোনো ‘ক্লু’ থেকেই বিমানটির বিষয়ে কোনো স্পষ্ট কোনো ধারণা পাননি উদ্ধার ও তল্লাশি অভিযানে থাকা কর্মকর্তারা। নয়টি দেশের নৌ ও বিমানবাহিনীর ৪০টি জাহাজ ও ৩৪টি বিমান সাগরের বিশাল এলাকাজুড়ে গত তিন দিন ধরে তল্লাশি চালিয়েও এমন কিছু পাননি, যা মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার প্রমাণ হতে পারে। মালয়েশিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান আজহারউদ্দিন আবদুল রহমান গতকাল সোমবার সকালে সাংবাদিকদের বলেন, বিমানটির ভাগ্যে কি ঘটেছে, তা এখনো রহস্য হয়ে আছে।