কার্পাসডাঙ্গার কয়েক কসাইয়ের কাণ্ড : রাতের আঁধারে মরা মোষ জবাই
দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গার আলোচিত দু কসাইয়ের কাণ্ডে হতবাক হয়েছে ক্রেতারা। মরা মোষের মাংস প্রকাশ্য মাইকিং করে বিক্রির অভিযোগ উঠেছে দু কসাইয়ের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, কার্পাসডাঙ্গা আরামডাঙ্গার কসাই আনারুল ও পিরপুরকুল্লার আছের আলী বিভিন্ন অভিযোগে আলোচিত। সম্প্রতি মরা মোষের মাংস বিক্রি করে আরো আলোচিত হয়ে উঠেছে। গত রোববার রাতে আছের ও আনারুল একটি রোগাক্রান্ত মোষ নামকাওয়াস্তে মূল্যে কেনে জনৈক ব্যক্তির কাছ থেকে। মোষটি রাতেই মারা যায়। নিজেদের লোকসান পোষাতে রাতের আঁধারেই জবাই করে আছের ও আনারুল। গতকাল সোমবার সকাল থেকে ওই মাংস কার্পাসডাঙ্গা বাজারে প্রকাশ্যে মাইকিং করেই বিক্রি করেছে। মাংস থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও স্থানীয় পুলিশ প্রশাসন অজ্ঞাত কারণে কোনো ভূমিকা নেয়নি বলেও উঠেছে অভিযোগ। তবে অভিযুক্তরা জানিয়েছেন, মোষটি মরার আগেই জবাই করা হয়েছিলো। এ এলাকার মাংস বাজার হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি রয়েছে কার্পাসডাঙ্গার। সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণে প্রায়ই ওই বাজারে খাবার অনুপযোগী মাংস বিক্রির অভিযোগ ওঠে। কসাই আনারুল ও আছেরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছে সচেতনমহল।