প্রতিবছর রাজস্ব পেলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া
শরিফ রতন: চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী হাটের নাম কার্পাসডাঙ্গা। ব্রিটিশ আমল থেকে এ হাট বসে আসছে। এ হাটের জমিসহ পাশেই থাকা ব্রিটিশদের অন্যায় অত্যাচারের নীল কুঠির স্মৃতি আজ ম্লান। চারদলীয় জোট আমলে নিলামে খেয়েছে। এ হাট থেকে প্রতিবছর সরকার রাজস্ব পেয়ে থাকে লাখ লাখ টাকা। যার সিংহভাগ টাকা ব্রিজমোড় থেকে ইজারাদার খাজনা তুলে আদায় করে। ব্রিজ মোড়েই মাংসের, মাছের চাঁন্দি, কাঁচামালের বাজার, অসংখ্য মুদি, কসমেটিক, স্টেশনারি, কাপড়, সার, কীটনাশক ওষুধ, হোটেল, ফলসহ ছেলুন ও চায়ের দোকান। ব্রিজ পাড় হয়ে দু পাশে মহাবিদ্যালয় রোডে কাঁচারির বাউন্ডারির দু পাশসহ পুলিশ ফাঁড়ি মার্কেটে এসব দোকান ধীরে ধীরে কালক্রমে গড়ে উঠেছে। দোকানের ওপর দিয়ে বৈদ্যুতিক তার দীর্ঘ ১৮-২০ বছর যাবত সেবা দিতে গেছে পাশে কোমড়পুর, মোক্তারপুর, চাঁদপুর ও হাতিভাঙ্গা গ্রামে। বৈদ্যতিক তার ও খামবা সব থাকলেও ব্রিজমোড় এলাকা বিদ্যুতবিহীন। সন্ধ্যাবাতি জ্বলে মোমবাতিতে। বিদ্যুত লাইন না থাকায় মাংসের-মাছের বাজারে মোটর পানির ব্যবস্থা নেই। সকাল-সন্ধ্যা ধোয়া হয় না। ফলে দিবা-রাত্রী চরম দুর্গন্ধে থাকতে হয় বাজারে থাকা ও বাজার করতে আসা জনসাধারণকে। গণশৌচাগার না থাকায় দোকানিসহ জনগণকে নানা দুর্ভোগ পোয়াতে হয়। বাসস্ট্যান্ড গড়ে উঠলেও পুলিশ ফাঁড়ি ইট তুলে মার্কেট বানিয়েছে। ফলে বাস, করিমন, আলমসাধু, ভ্যান রাখার জায়গা না থাকায় রাস্তার ওপর যানের ভিড়ে বাজারের মান চিবিয়ে খাচ্ছে। যুগ যুগ ধরে চলে আসা পোস্ট অফিসের কোনো বিল্ডিং হলো না, সামান্য বেতনে একজন ব্রিজমোড়ে ওষুধের দোকানে কার্যক্রম চালাচ্ছে। বাজারের দোকানিরা মাসিক চাঁদা দিয়ে একজন সুইপার পুষে রেখেছে। যা ঝাড়ু দিয়ে কোনো রকম পরিষ্কার রাখার চেষ্টা করে। সাইক্লোন সেন্টার আছে তো পরিষ্কার নেই। বিবেকহীন উঁইপোকার দল বাথরুমের পাইপসহ কাঁচের জানালা কুরে কুরে শেষ করছে। এসব সমস্যার সমাধানে নেই কোনো সরকারি উদ্যোগ। তাই অচিরেই সরকারি উন্নয়নমূলক পদক্ষেপ আশা করে এলাকাবাসী।