দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে দর্শনার আলোচিত হোমিও চিকিৎসক আক্তার হোসেনসহ দুজনকে গ্রেফতার করেছে। তাদেরকে সোপর্দ করা হয়েছে থানা পুলিশে। গতকাল সোমবার রাত ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পুরাতন বাজার এলাকায়। পুলিশ সেখান থেকে দর্শনা পৌর শহরের কলেজপাড়ার মহিউদ্দিনের ছেলে দর্শনার আলোচিত হোমিও চিকিৎসক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে। পরপরই পুলিশ গ্রেফতার করেছে আনোয়ারপুরের কারি আফজাল ওরফে বারীর ছেলে হাসানকে। পুলিশ বলেছে, হোমিও চিকিৎসক আক্তার হোসেন চিকিৎসার আড়ালে দীর্ঘদিন মাদকের কারবার করে আসছে। তার বিরুদ্ধে রয়েছে মাদকের মামলা।
এছাড়া সম্প্রতি দর্শনায় ভেজাল মদপানে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে আক্তারের ওপর। এছাড়া হাসানের বিরুদ্ধে রয়েছে চুরি ও মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানা।