টিপ্পনী

 

খবর: (গাংনীর সাহেবনগরে চাঁদার দাবিতে বোমা হামলা)

 

 

বোমার ওপর ছুটছে বোমা

গুলিম ওপর গুলি,

দিনে দিনে হচ্ছে ভারী,

অস্ত্রধারীর ঝুলি।

 

কথায় কথায় রাস্তা ঘাটে

কিংবা বাড়ি ঘরের খাটে,

লাশ পড়ে যায় দিন বা রতে

উড়ছে মাথার খুলি।

 

যেই দিকে যাই বিপদ শুধু

চোখে মুখে দেখছি ধু ধু

থাকছে না আর জান

কোথায় রাখি মান।