আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে চেয়ারম্যান প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দুর নির্বাচনী পরিচালনা ও মতবিনিময়সভা গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আন্দুলবাড়িয়া হাইস্কুলমাঠে অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি জাফর আলী মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মাহাতাব উদ্দীন চুন্নু, শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়ারা বেগম প্রমুখ। পরিচালনা করেন ইউনিয়ন যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সোনা।