জীবননগরে প্রাথমিক শিক্ষক সমিতির জরুরিসভা

 

জীবননগর ব্যুরো: সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারণের দাবিতে গতকাল সোমবার বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জীবননগরে জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শিক্ষক মো. তকারুজ্জামানের সভপতিত্বে জীবননগর পাইলট হাইস্কুল ক্যাম্পাসে এ জরুরিসভা অনুষ্ঠিত হয়।

গত রোববার সরকার প্রধান শিক্ষকদের বেতন কাঠামো ও চাকরি গ্রেড দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সহকারী শিক্ষকদের বেতন কাঠামোর তেমন উন্নীত করা হয়নি। প্রজ্ঞাপনে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের বেতন স্কেল থেকে তিন ধাপ নিচে নেমে গেছে। এ প্রজ্ঞাপনের প্রতিবাদে এবং সহকারী শিক্ষকদের স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোমিন উদ্দিন, সামাউল হক, মফিজুর রহমান, সেলিমউদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ। সভায় জাতীয় সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির দাবি-দাওয়া অবিলম্বে মেনে নেয়ার জন্য বক্তরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সকল কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করা হয়।