গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাদাকে শাদা আর কালোকে কালো বলতে হবে’। তাহলে এ সত্যটা আমাদের সন্তানরাও আপনাদের কাছ থেকে শিখতে পারবে। আপনাদের বেতন অনেক কম এমন কথা বলে অনেক সময় ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু ভেবে দেখেন যারা আপনাদের সাথে লেখাপড়া করেছে তাদের অনেকেরই আপনাদের মতো পরিচয়টুকুও নেই। এ সমাজ, এ রাষ্ট্র আপনাকে শিক্ষকতার মতো একটি সম্মানিত আসনে বসিয়েছে। এ আত্মতৃপ্তিটুকু আপনাদের থাকা উচিত। আরো বড় কিছু হতে পারতেন ভেবে প্রতিনিয়ত অশান্তিতে ভুগছেন। ওই অশান্তি নিয়ে ছেলে-মেয়েদের শিক্ষা দেয়া সম্ভব নয়। আপনাদের সবকিছু ঝেড়ে ফেলে ছেলে-মেয়েদের পাঠদানে মনোনিবেশ করতে হবে। প্রাথমিক শিক্ষা সপ্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শিক্ষা মেলা ও শিক্ষার সপ্তার উদ্বোধন করেন একেএম শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শিক্ষামেলায় পাঠদানের উপকরণ, শিক্ষাবিষয়ক তথ্যসহ শিক্ষা ব্যবস্থার নানা উপকরণ প্রদর্শন করা হয়।