স্টাফ রিপোর্টার: গত রোববার আইনজীবীদের সংবর্ধনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নিজের এবং দলের কর্মীদের হতাশা থেকে বেগম জিয়া এমন বক্তব্য দিয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টায় কাওরান বাজারস্থ নিজ অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে দেশকে অস্থিতিশীল করার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সরকার এবং প্রশাসন মিলে তার সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।