অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটারদের সাফল্য

 

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলাদল খুলনা বিভাগের ‘বি,  গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। নড়াইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ গ্রুপে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলাদল। চুয়াডাঙ্গা জেলা দল তাদের ৪ ম্যাচে জয় পায় দুটিতে। আর সে দুটি জয় ছিলো মেহেরপুর জেলার বিপক্ষে। মাগুরা জেলাদল ৩ ম্যাচে জয়লাভ করে বিভাগীয় পর্যায়ে উন্নীত হয়। এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা দলের হয়ে খেলার সুযোগ লাভ করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটার শামীম পারভেজ ও আব্দুল্লাহ আল-মমিন সজল। নিজ দল বিভাগীয় পর্যায়ে উঠতে না পারলেও নিজেদেরকে বেশ ভালোভাবেই মেলে ধরার চেষ্টা করেছেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দু ক্রিকেটার শামীম ও সজল। শামীম ৪ ম্যাচে ৮০ রানের বিনিময়ে সংগ্রহ করেছে ১১টি উইকেট। যার মধ্যে ১ম ম্যাচে ২৫ রানে ৫ উইকেট, ২য় ম্যাচে ১০ রানে ২ উইকেট, ৩য় ম্যাচে ১৫ রানে ২ উইকেট ও ৪র্থ ম্যাচে ২৩ রান খরচায় ২ উইকেট লাভ করে। সজল ব্যাট হাতে  (১ম ম্যাচে ৩০ রান, ২য় ম্যাচে ১০ রান, ৩য় ম্যাচে ৫০ রান ও ৪র্থ ম্যাচে ২৩ রান) ১১৩ রান সংগ্রহ করে। ক্রিকেটারদের আশা জাগানো এ সাফল্যে দু ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব, ব্যাটিং কোচ সাইফ রাসেল, ফিল্ডিং কোচ রাজু আহম্মেদ ও বোলিং কোচ ইমরান হোসাইন।