মেহেরপুর অফিস: তামাকবিরোধী প্রচারণার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনঅংশগ্রহণ সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার ট্রেনিংরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। অ্যাকশান ইন ডেভেলপমেন্ট-এইড’র সহযোগিতায় সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সভায় জেলা তামাক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি রফিক-উল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এইড’র প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ-দৌলা রেজা। বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম, সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন উল আলম বুলবুল, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিক, এসপিএইচআর’র নির্বাহী পরিচালক আবু আবিদ, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, জেলা পল্লি চিকিৎসক সমিতির সভাপতি ডা. হাসেম আলী, হকার্স ফেডারেশনের সভাপতি মামলত হোসেন প্রমুখ।