পুলিশ দেখেই দৌঁড় : জাপটে ধরে মিললো ৭ কেজি সোনা

স্টাফ রিপোর্টার: যানজটে পড়ে কপাল পুড়লো সোনা পাচারকারী সাহাবুদ্দিন, আবুল কাশেম ও মো. শাহীনের। গতকাল রোববার বেলা তিনটার দিকে রাজধানীর বনানী ১১ নম্বর রোডে ব্যস্ত রাস্তায় তাদের বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয় পাশের একটি সিএনজিচালিত অটোরিকশাকে। এরপর চলে দু পক্ষের মধ্যে বাগিবতণ্ডা। পাশের চেকপোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা আসেন পরিস্থিতি সামাল দিতে। কিন্তু রাস্তার পাশে থাকা একজনের হাতে কালো ছোট ব্যাগ দেখে সন্দেহ হয় উপপরিদর্শক (এসআই) শফিউল আজমের। তাকে দেখে ব্যাগ হাতে দৌঁড় দেন পাচারকারী সাহাবুদ্দিন। কিন্তু বিধি বাম! এসআই শফিউল জাপটে ধরেন সাহাবুদ্দিনকে। অন্য পুলিশ সদস্যরা ধরে ফেলেন আবুল কাশেম ও মো. শাহীনকে। আর ব্যাগটির ভেতর পাওয়া যায় টেপ মোড়ানো অবস্থায় ৬০টি সোনার বার। এসব সোনার ওজন সাত কেজির বেশি, যার বর্তমান বাজারমূল্য প্রায় সোয়া তিন কোটি টাকা।

Leave a comment