টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু

 

স্টাফ রিপোর্টার: ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলনের মধ্যদিয়েই এ যাত্রা শুরু হয়। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না। দেশের মানুষকে আর কাঁদাতে চাই না। এবার আমরা এগিয়ে যাবো। নিজের মাঠে সবাই ভালো করার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। মুশফিকুর রহিম। টাইগার দলের অধিনায়ক বলেন, গত দু মাসে শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে আমরা ভালো ক্রিকেট খেলেও জয় পাইনি। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলায় সেরা ক্রিকেট খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠতে চাই। আমার বিশ্বাস আমরা দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারাতে চাই। বাকি ম্যাচগুলোতেও আমরা জয়ী হবো। নিজেদের মাঠে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, স্বাগতিক হিসেবে দেশের সবাই আমাদের দোয়া করবেন। সবাই আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব। শুধু দেশেই নয় বিদেশে যারা আছে তারাও আমাদের ভালো কিছু দেখতে চায়। আমরা নিজের মাঠে সেরা ক্রিকেট খেলেই দেশের মানুষতে হাসাতে চাই। দলের চোট নিয়ে জাতীয় দলের অধিনায়ক বলেন, মাশরাফি ভাই, তামিম, সোহাগ গাজী সবাই সুস্থ হয়ে উঠেছে। তারা অনুশীলন করছে। আশা করছি চোট নিয়ে কোনো সমস্য হবে না। সবাই সুস্থতার সাথেই ক্রিকেট খেলবে এবং সেরা ক্রিকেট খেলবে। নিজের চোট নিয়ে মুশফিক বলেন, আমি এখন কিপিং করতে পারবো কোনো সমস্য নেই। নিজের প্রথম ম্যাচে ১৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে আমি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবো। কিপিং নিয়ে অনুশীলন শুরু করবো।