টিপ্পনী

 

খবর:(আবার সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুট)

 

ব্যাংকের টাকা শুধু

মাঝে মাঝে হাওয়া হয়

মাতামাতি করে নাকি

কারো কারো খাওয়া হয়।

 

ঋণ নিয়ে কতো লোক

কোটি কোটি লুটে খায়

সিঁধ কেটে কেউ কেউ

মেলা টাকা খুটে খায়।

 

মন্ত্রীর কাছে নাকি

এতো টাকা তুচ্ছ,

তবে কেন কেঁদে বাবা

দুই চোখ মুচছো?

 

-আহাদ আলী মোল্লা