জীবননগরে বিএনপি একাংশের চেয়ারম্যান প্রার্থী রিনিকে নির্বাচিত করার আহ্বান

জীবননগর ব্যুরো: গতকাল রোববার জীবননগর উপজেলা বিএনপি একাংশের সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা বিএনপি একাংশের সভাপতি পৌরমেয়র নোয়াব আলীর সভাপতিত্বে বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি একাংশের সভাপতি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, আসন্ন জীবননগর উপজেলা নির্বাচনে ফারহানা আক্তার রিনি দলের উপজেলা চেয়ারম্যান প্রার্থী। যোগ্যপ্রার্থী হিসেবে তিনি ফারহানা আক্তার রিনির পক্ষ থেকে উপজেলাবাসীর নিকট দোয়া চেয়ে তাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান, জীবননগর উপজেলা মহিলাদলের সভানেত্রী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারহানা আক্তার রিনি, পৌর বিএনপি সভাপতি পৌর প্যানেল মেয়র মশিউর রহমান, উপজেলা যুবদল সভাপতি আবুল হোসে তোয়া, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, জেহালা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দামুড়হুদা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রব, বিএনপি নেতা জীবননগর পৌর কাউন্সিলর হযরত আলী, কাউন্সিলর সামসুজ্জামান হান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, দফতর সম্পাদক আনিছুর রহমান শিপলু, যুবদল নেতা মাহাবুর রহমান, বিএনপি নেতা হারুন আর রশিদ, মজনু মিয়া, বিশারত আলী, ছাত্রদল নেতা রয়েল, বাপ্পা, সুজন প্রমুখ।