জীবননগর ব্যুরো: জীবননগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস- ২০১৪ পালন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবস- ২০১৪ পালন উপলক্ষে ‘অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর, নারীনেত্রী রিজিয়া খাতুন, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও উষা কর্মকর্তা আলমগীর হোসেন। উপস্থাপনা করেন নিলুফা ইয়াসমিন রানী।