গাংনী প্রতিনিধি: দাবিকৃত চাঁদা না পেয়ে গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের হাজী শওকত আলীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। বোমাঘাতে ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার গভীররাতে সাহেবনগর গ্রামের মৃত ছলেমান হোসেনের ছেলে হাজি শওকত আলীর বসত ঘরের জানালা লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজি শওকত আলী জানিয়েছেন, কয়েকদিন থেকে সন্ত্রাসীরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার জের ধরেই বোমা হামলা হয়েছে। এদিকে গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা।