আলিয়ারপুর স্কুলের প্রধান শিক্ষক সিরাজুলের রিমান্ড মঞ্জুর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মোহাম্মদজমা গ্রামের পরিছন অপহরণ মামলার আসামি আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেয়া হয়। গত ৫ মার্চ সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।

জানা গেছে, মোহাম্মদজমা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একই গ্রামের হোসেন আলী মেম্বারের স্ত্রী পরিছনকে অপহরণ করেন বলে পরিছনের স্বামী মামলা করেন। হোসেন আলীর অভিযোগ গত ৩ ডিসেম্বর তার ৪ লাখ ৯০ হাজার টাকাসহ স্ত্রী পরিছনকে কৌশলে অপহরণ করেন। শেখপাড়ার একটি বাড়িতে সিরাজুল মাস্টার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে পরিছনকে নিয়ে ২ মাস ৮ দিন থাকেন। পরে গত ৫ মার্চ চুয়াডাঙ্গা হাসপাতাল এলাকা থেকে সদর থানা পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।