মাথাভাঙ্গা মনিটর: ২৩৯জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার একটি যাত্রীবাহি বিমান ভিয়েতনামের সাছে চীন সাগরে থু চো দ্বীপে বিধ্বস্ত হয়েছে। ভিয়েতনামের নৌবাহিনীর এডমিরাল এনজো বেন প্যাট বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শনিবার সকালে তিনি বলেন, আমরা উদ্ধার কাজের জন্য জাহাজ পাঠাতে পু কুয়োক দ্বীপের কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। এর আগে শনিবার রাতে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিলো। মালয়েশিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র জানান, যাত্রীদের মধ্যে ১৫২ জন চীনের, বাকি ১৪টি দেশের যাত্রীদের ভেতর যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ইতালির নাগরিক রয়েছে। নিখোঁজ বোয়িং বি৭৭৭-২০০ বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আমরা গভীরভাবে মর্মাহত যে, ফ্লাইট এমএইচ৩৭০’র সাথে সব ধরনের যোগাযোগ হারিয়েছি। বিমানটি রাত ১২টা ৪১ মিনিটে বেইজিঙের উদ্দেশে কুয়ালামপুর ছাড়ে। কুয়ালামপুর ছাড়ার দু ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়।