স্টাফ রিপোর্টার: ভুল ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবোল-তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা যাত্রীবাহী ট্রেনে উঠতে পারেননি, তিনি মালবাহী ট্রেনে উঠেছেন। ভুল ট্রেনে উঠেছেন বলেই আজ তিনি আবল তাবল বকছেন। হাসিনাকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।’