ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছেন। এ অভিযানে মদ, সার ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো চোরাচালানীকে (এগুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা)।
জানা গেছে, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গত পরশু শুক্রবার রাত ১১টার দিকে জাহাজপোতা মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল মদ ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। অপরদিকে একই সময়ে হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে মুন্সিপুর মাঠ থেকে ১১ বস্তা ভারতীয় ইউরিয়া সার উদ্ধার করেন।