খবর:(আলমডাঙ্গায় জাহাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯ম শ্রেণির ছাত্রীর অবস্থান)
বিয়ের বাতিক জাগছে
প্রেমের হাওয়া লাগছে
তাই নাকি সব বেকুব ফাজিল
রাতারাতি ভাগছে।
কে যে কোথায় যাচ্ছে
ধিতাং ধিতাং নাচ্ছে
কার মধু কে চেটেপুটে
মজায় মজায় খাচ্ছে।
বিয়ের দাবি তুলছে
গলায় গলায় ঝুলছে
লাজ-শরমে পিতা-মাতার
মাজার কাঠি খুলছে।
-আহাদ আলী মোল্লা