ঝিনাইদহে যাত্রীবাহী বাসচাপায় ব্যবসায়ী নিহত : আহত ৬

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে যাত্রীবাহি বাসচাপায় স্বদেব কুণ্ডু (৬০) নামে এক ভুষিমাল ব্যবসায়ী নিহত ও ৬ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা সড়কের কালা-লক্ষ্মীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বদেব কুণ্ডু ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের গোকুল কুণ্ডুর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মাহেন্দ্রযোগে হাটগোপালপুর বাজার থেকে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের কালা-লক্ষ্মীপুর নামক স্থানে পৌঁছুলে ঢাকাগামী জেআর পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা-মেট্টো-১১৩৬৫৬০) মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রযাত্রী স্বদেব কুণ্ডু মারা যান। আহত হন ৬ জন। আহতদের ঝিনাইদহ ও মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।