জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে জমি নিয়ে বিরোধে বিতাড়িত ভূমিহীনদের হামলায় মহিলাসহ ১৫ জন রক্তাক্ত জখম হয়েছে। গত শুক্রবার গভীররাতে জমি দাবিদার ও বর্তমানে জমিদখলকারী ঘুমন্ত গোলদার পরিবারের ওপর এ হামলা করা হয়। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত মহাসিনের অবস্থা সঙ্কটাপন্ন।
ঘটনার বিবরণে প্রকাশ, উপজেলার গঙ্গাদাসপুরে সরকারি ১১৬ বিঘা খাস জমি বন্দোবস্ত নিয়ে ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে ঘর বেঁধে বসবাস করে আসছে। গ্রামের গোলদার পরিবার এ জমি তাদের দাবি করে ২০১২ সালের এপ্রিল মাসে হামলা করে এবং ভূমিহীন ৩২টি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে দখল করে। গত দেড় বছর ধরে ভূমিহীন ওই পরিবারগুলো গ্রাম ছেড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করছে। গত শুক্রবার রাত ১২টার দিকে ভূমিহীন জোতদার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোলদার পরিবারের ওপর হামলা করে। এ সময় তাদের হামলায় গোলদার পরিবারের আজাদ বদির ছেলে সিদ্দিক আলী (৪০), কিতাব আলীর ছেলে বিশু (২৫), মকছেদ আলীর ছেলে মহাসিন আলী (৪২), সিরাজের ছেলে নওয়াজেশ আলী (৩০), নূর বক্সের ছেলে রেজাউল ইসলাম (৪৫), সিরাজুল ইসলামের ছেলে লাল্টু মিয়া (২৫), শহিদুল ইসলামের ছেলে চাঁন মিয়া (২০), আশরাফ আলীর স্ত্রী সায়রা খাতুন (৪৫) ও শাহিদা খাতুনসহ (৫০) অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে ও মোবাইলফোনসহ মূল্যবান আসবাবপত্র লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ভূমিহীন পরিবারের নেতা শাহাবুলকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।