জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা নির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। গত ৭ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা মাইকিংসহ পোস্টার-লিফলেট বিতরণ শুরু করেছেন।
নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন কি-না তা দেখভাল করার জন্য এদিন থেকে এ উপজেলায় সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমার উপজেলা শহরসহ উপজেলার ৬টি ইউনিয়নে স্টাইকিং ফোর্স নিয়ে টহল দিচ্ছেন। নির্বাচনে মাইকিংসহ অন্যান্য বিষয়ে আচরণবিধি লঙ্ঘন করলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমার তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও সাজেদুর রহমান এ কথা জানিয়েছেন।