গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন মাকছুরা খাতুন (৩২) নামের এক নারী। গত শুক্রবার দুপুরে প্রতিবেশী সোলায়মান ও রেজওয়ান এ হামলা করে। মাকছুরাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।
আহতসূত্রে জানা গেছে, আনারুল ইসলামের সাথে একই গ্রামের জয়নালের বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণের সময় দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এতে উত্তেজিত হয়ে জয়নাল পক্ষের সোলায়মান ও রেজওয়ান আনারুলের স্ত্রী মাকছুরাকে মারধর করে।