স্টাফ রিপোর্টার: গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে অবশেষে শ্রীলঙ্কাই এশিয়া কাপের ট্রফি ঘরে নিলো। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হলো লঙ্কানরা। এ নিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতলো তারা। এর আগে ভারতও পাঁচবার শিরোপা জিতেছিলো। গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে। ফাওয়াদ আলম সেঞ্চুরি করেন। তিনি ১৩৪ বলে রান করেন ১১৪। খেলার শুরুতেই পরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিলো পাকিস্তান। তাদের ৫টি উইকেটই নিয়েছিলেন মালিঙ্গা।
অন্যদিকে, শ্রীলঙ্কার ব্যাটিঙের সময় প্রথম দু উইকেট নেন পাকিস্তানের বোলার সাঈদ আজমল। ১১তম ওভারের প্রথম দু বলে কৌশল পেরেরা ও কুমার সাঙ্গাকারাকে আউট করেন আজমল। কৌশলকে গ্লাভসবন্দী করেন উমর আকমল। এলবিডব্লিউ করেন সাঙ্গাকারাকে। পরে লাহিরু থিরিমান্নের সাথে জুটি বাধেন মাহেলা জয়াবর্ধনে। তিনি ৯৩ বলে ৭৫ রান করে কট আউট হন। এরপর ৪১.৩ ওভারে ১৮ বল খেলে কট আউট হন প্রিয়ঞ্জন। তখন শ্রীলঙ্কা দল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। প্রিয়ঞ্জন আউটের পর নতুন ব্যাটসম্যান খেলতে নামেন ম্যাথিউস। তখন ৪৩.২ ওভারে তার সংগ্রহ ছিল ৬ বলে ৭ রান। আর থিরিমান্নের সংগ্রহ ১০৫ বলে ৯৯ রান। এর পরেই ৪৩.৩ ওভারের সময় ১০৬ বলে সেঞ্চুরি করেন থিরিমান্নে। তিনি তার তৃতীয় শতক পূর্ণ করেন এশিয়া কাপ ফাইনালে। কিন্তু ১০৮ বলে ১০১ রান করে আজমলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। এরপর চতুরঙ্গ ডি সিলভা এসে ক্রিজে যোগ দেন। তখন দলের প্রয়োজন ৩৫ বলে ১৩ রান। এ অবস্থায় শ্রীলঙ্কার সংগ্রহ ৪৪.৪ ওভারে ২৪৮/৫। সিলভা ও ম্যাথিউস ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন। ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।