হাসাদহ পুলিশ ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে চোরাই মোটরসাইকেল ছেড়ে দেয়ার অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর হাসাদহ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মতিয়ার রহমানের বিরুদ্ধে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করার পর উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বৈদ্যনাথপুরের নুর ইসলামের বাড়িতে চোরাইকৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেল আছে এমন সংবাদের ভিত্তিতে হাসাদহ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মতিয়ার রহমান গতপরশু বৃহস্পতিবার রাতে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে গতকাল শুক্রবার ভোরে এসআই মতিয়ার রহমান ২০ হাজার টাকার বিনিময়ে বৈদ্যনাথপুর গ্রামের বিশারত আলীর ছেলে জাহাঙ্গীর ও রফিকুল ইসলামের ছেলে হেলালের কাছে দিয়ে দেন।

এ বিষয়ে  হাসাদহ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মতিয়ার রহমানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হরে তিনি বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সঠিক নয়। মোটরসাইকেলে কাগজপত্র সঠিক থাকায় ছেড়ে দেয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর ও হেলাল এলাকার চিহ্নিত চোর। তারা ওই মোটরসাইকেল চুরি করে বৈদ্যনাথপুর নুর ইসলামের বাড়িতে রেখেছিলো। পরে ফাঁড়ি থেকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নেয়। বিষয়টি জেলা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে বলে সচেতনমহলের দাবি।