মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের সেলিম রেজা (১০) নামের এক শিশু পিকনিকের বাস চাপায় মারা গেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মুজিবনগর থেকে ফেরার পথে বিদ্যাধরপুর গ্রামের মোড়ে ওই বাসটি সেলিমকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে বিদ্যাধরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, মুজিবনগর-মেহেরপুর সড়ক দিকে মেহেরপুর শহরগামী একটি বাস বিদ্যাধরপুর মোড়ে সেলিম রেজাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন মোটরসাইকেলযোগে বাসের পিছু নেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে খবর দেয়। পরে মেহেরপুর শহরে বাসটি আটক করে স্থানীয় লোকজন। ওই বাসযোগে টাঙ্গাইল থেকে কিছু মানুষ মুজিবনগর আম্রকাননে বনভোজনে এসেছিলো বলে জানা গেছে।