মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের দুজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ভোটকেন্দ্র পোড়ানো, সরকারি কাজে বাধাদান, ব্যালট ছিনতাই, পুলিশের ওপর হামলা, অফিস ভাঙচুরসহ বিভিন্ন নাশকতা মামলার নিয়মিত আসামি সামন্তা গ্রামের ষাটনলপাড়ার সামছদ্দীন কাজীর ছেলে সিরাজ কাজী (৬০) ও বোয়ালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসান মণ্ডলকে (৩০) পুলিশ গ্রেফতার করে। গতকাল শুক্রবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।