মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার খুব কাছ থেকে কাজ করেছেন, এছাড়া আর্জেন্টাইন তারকার মুখোমুখিও হয়েছেন বহুবার। চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহোর মতে, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইতোমধ্যেই লিজেন্ডদের কাতারে জায়গা করে নিয়েছেন। ক’দিন আগে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনা জানিয়েছিলেন, তার স্বদেশী ফরোয়ার্ডকে সর্বকালের সেরা হতে বিশ্বকাপ শিরোপা জেতার প্রয়োজন নেই। এবার বর্তমান বর্ষসেরা রোনালদোকে সমর্থনে এগিয়ে এলেন মরিনহো, বাদ দিলেন না চারবারের ব্যালন ডি’অর জয়ীকেও। আক্রমণভাগের দু খেলোয়াড়ই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তৃতীয়বার মাঠে নামবেন। ব্রাজিলে তারা সফল হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে। কিন্তু চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বললেন, তারা জিতুক বা না জিতুক সেরাদের মধ্যে থাকবে। মরিনহো বলেন, মেসি দারুণ, আমার মনে হয় না সেরা হওয়ার জন্য তার জেতার প্রয়োজন আছে। রোনালদোও দারুণ, সেরা হতে গেলে পর্তুগালের সাথে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার তারও দরকার নেই মনে করি।
তবে ম্যারাডোনা, জিদানে ও রোনালদোর মতো তারকারা বিশ্বকাপ জিতেছিলো তাই মেসি-রোনালদোর কাছেও এমন প্রত্যাশা ভক্তদের। এনিয়ে মরিনহো বলেন, ‘ম্যারাডোনা এটা পেরেছে, জিদানে, রোনালদো নাজারিও ও রিভালদো করে দেখিয়েছে। বড় বড় নামের খেলোয়াড়দের অনেকেই করেছে, তাই প্রত্যেকেই তাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে। গ্রুপ এফ’এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, নাইজেরিয়া ও ইরানের বিপক্ষে মেসির আর্জেন্টিনা লড়বে বিশ্বকাপে। আর ঘানা, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাথে কঠিন গ্রুপে রোনালদোর পর্তুগাল।