দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে শোকসভা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে প্রয়াত ডা. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় এ শোকসভার আয়োজন করা হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি ডা. শামসুজ্জোহা কোরেশী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ড্রাগসুপার এসএম সুলতানুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, জীবননগর উপজেলা শাখার সভাপতি ডা. আবু জাফর ও সাধারণ সম্পাদক ডা. আ. জব্বার।
দামুড়হুদা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ডা. নওশাদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন কমিটির সভাপতি ডা. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডা. রোকনুজ্জামান রঞ্জু, নতিপোতা ইউনিয়ন কমিটির সভাপতি ডা. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ডা. আজহারুল ইসলাম, ডা. আরিফ, শিপন, মুকুল, তরিকুল, রয়েল, প্রয়াত ডা. নজরুল ইসলামের মেয়ে আয়শা সিদ্দিকা লাখি প্রমুখ।