দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার সিডিগোল্ডের গয়না ও একটি আলমসাধুসহ শরিফুল ইসলাম (৩০) নামের এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি আলমসাধু দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আলমসাধু গতিরোধ করে তল্লাশি চালিয়ে সিটিগোল্ডের গয়নাসহ শরিফুল ইসলামকে আটক করে। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তাকে মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানায় তার বিরুদ্ধে হাবিলদার শওকত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।